আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক নাসা নিউজ। ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে টাইফুন কালমেগি।এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রবল বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় সেবু দ্বীপসহ বহু এলাকা পানির নিচে তলিয়ে গেছে।এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যু্র খবর নিশ্চত করেছে দেশটির সরকারি কর্তৃপক্ষ।গতকাল মঙ্গলবার ৪ ঠা নভেম্বর কালমেগি স্থানীয় সময় দুপুর নাগাদ সেবু,নেগ্রোস এবং পানে দ্বীপপুঞ্জে আঘাত হানে বলে জানান দেশটির সরকারি কর্মকর্তারা।তখন ঘণ্টায়এর গতিবেগ ছিলো ১৫০ কিমি (৯৩ মাইল) থেকে ১৮৫ কিমি (১১৫ মাইল)।দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে কেবল সেবুতেই এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে।অধিকাংশ নিহতই পানিতে ডুবে মারা গেছেন।এছাড়াও নিখোঁজ রয়েছেন অনেকেই।ঝড়ের সম্ভাব্য গতিপথ থেকে ইতোমধ্যে প্রায় ৪ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।সেবুর গভর্নর পামেলা বারিকুয়াত্রো বলেছেন "সেবুর পরিস্থিতি।সত্যিই নজিরবিহীন।আমরা ভেবেছিলাম প্রবল বাতাসই বিপদ ডেকে আনবে।কিন্তু... প্রকৃত ঝুঁকির কারণ হচ্ছে পানি। বন্যার পানিতে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে"।এদিকে ত্রাণ তৎপরতার সময় উত্তর মিন্দানাও অঞ্চলে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে।সর্বশেষ পাওয়া তথ্যমতে কালমেগি এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে।ঝড়ের গতিবেগ আগের থেকে দুর্বল হলেও ইতোমধ্যে সেখানে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে।