রোববার, ১১ জানুয়ারি ২০২৬
Daily Nasa News

জাতীয় পার্টি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার মঞ্জুম আলী

মোঃ মানিক মিয়া,বিশেষ প্রতিনিধি,রংপুর।রংপুর-১ আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মোঃ মঞ্জুম আলী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।আজ রবিবার ২৮ শে ডিসেম্বর ২০২৫ ইং দুপুরে গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।এ সময় জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মী,সমর্থক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ব্যারিস্টার মোঃ মঞ্জুম আলী বলেন,রংপুর-১ আসনের জনগণের উন্নয়ন,ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।তিনি এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য রংপুর-১ আসনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার মঞ্জুম আলী