সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Daily Nasa News

রাকসু সিনেট ও হল সংসদ নির্বাচনে থাকছেনা অতিরিক্ত ব্যালট পেপার

রাকসু সিনেট ও হল সংসদ নির্বাচনে থাকছেনা অতিরিক্ত ব্যালট পেপার
রাকসু সিনেট ও হল সংসদ নির্বাচনে থাকছেনা অতিরিক্ত ব্যালট পেপার

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু),সিনেট এবং হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ।আজ বুধবার ১৫ ই অক্টোবর দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ বলেন রাকসু নির্বাচনের ব্যালট পেপার যেন-তেন জায়গা থেকে প্রিন্ট করানো হয়নি।নাম সর্বস্ব কোনো প্রেসের কাছে ব্যালট পেপার প্রিন্টের দায়িত্ব দেয়া হয়নি।যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বা পরীক্ষার কাজ করে থাকে এমন অভিজ্ঞতা আছে তাদের কাছে থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে।

তিনি বলেন পৃথিবীর কোথাও অতিরিক্ত ব্যালট পেপার প্রদান করা হয়না।আমাদের ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১,আমরা ২৮ হাজার ৯০১ টি  ব্যালটই ছাপিয়েছি।একটিও বেশি কম ছাপানো হয়নি। প্রতিটা কেন্দ্রে নির্ধারিত ব্যালট পেপার পাঠানো হবে।এখানে কম বেশি হওয়ার সুযোগ নেই।তিনি বলেন আমরা এরই মধ্যে ভোট গণনার জন্য পর্যাপ্ত সংখ্যক ওয়েমার্ক রিডার মেশিন সংগ্রহ করেছি। পাশাপাশি সেগুলো ফলাফল সেন্টারে স্থাপনের কাজ চলমান শেষ পর্যায়ে।আজ বুধবার বিকেল থেকে এগুলো পরীক্ষামূলকভাবে চালু করা হবে। 

তিনি আরও বলেন এসব মেশিন থেকে ১৫ থেকে ১৭ ঘণ্টার মধ্যে ফলাফল দেওয়া সম্ভব। এছাড়া নির্বাচনের প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে।নির্বাচন পরিচালনার জন্য ২১২ জন শিক্ষকদের মধ্যে ১৭ জন শিক্ষকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে বাকি শিক্ষকদের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারাই এই ভোট পরিচালনা করবেন। 

এছাড়াও ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিতে দুই হাজার পুলিশ সদস্য,৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন।সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, প্রধান নির্বচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম, প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমানসহ নির্বাচন কমিশনারবৃন্দ।











আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫


রাকসু সিনেট ও হল সংসদ নির্বাচনে থাকছেনা অতিরিক্ত ব্যালট পেপার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু),সিনেট এবং হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ।আজ বুধবার ১৫ ই অক্টোবর দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ বলেন রাকসু নির্বাচনের ব্যালট পেপার যেন-তেন জায়গা থেকে প্রিন্ট করানো হয়নি।নাম সর্বস্ব কোনো প্রেসের কাছে ব্যালট পেপার প্রিন্টের দায়িত্ব দেয়া হয়নি।যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বা পরীক্ষার কাজ করে থাকে এমন অভিজ্ঞতা আছে তাদের কাছে থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে।

তিনি বলেন পৃথিবীর কোথাও অতিরিক্ত ব্যালট পেপার প্রদান করা হয়না।আমাদের ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১,আমরা ২৮ হাজার ৯০১ টি  ব্যালটই ছাপিয়েছি।একটিও বেশি কম ছাপানো হয়নি। প্রতিটা কেন্দ্রে নির্ধারিত ব্যালট পেপার পাঠানো হবে।এখানে কম বেশি হওয়ার সুযোগ নেই।তিনি বলেন আমরা এরই মধ্যে ভোট গণনার জন্য পর্যাপ্ত সংখ্যক ওয়েমার্ক রিডার মেশিন সংগ্রহ করেছি। পাশাপাশি সেগুলো ফলাফল সেন্টারে স্থাপনের কাজ চলমান শেষ পর্যায়ে।আজ বুধবার বিকেল থেকে এগুলো পরীক্ষামূলকভাবে চালু করা হবে। 

তিনি আরও বলেন এসব মেশিন থেকে ১৫ থেকে ১৭ ঘণ্টার মধ্যে ফলাফল দেওয়া সম্ভব। এছাড়া নির্বাচনের প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে।নির্বাচন পরিচালনার জন্য ২১২ জন শিক্ষকদের মধ্যে ১৭ জন শিক্ষকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে বাকি শিক্ষকদের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারাই এই ভোট পরিচালনা করবেন। 

এছাড়াও ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিতে দুই হাজার পুলিশ সদস্য,৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন।সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, প্রধান নির্বচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম, প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমানসহ নির্বাচন কমিশনারবৃন্দ।












Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত