মোঃ আমিনূর ইসলাম রাব্বি,ময়মনসিংহ।
গাছ কাটলে সর্বনাশ-বন্যা,খরা ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ে।তাই আমাদের সবারই উচিত বেশি বেশি বৃক্ষ রোপণ করা।বৃক্ষই পারে প্রকৃতিকে বাঁচাতে,তপ্ত বায়ুকে শীতল করতে। এমনই আহবা জানিয়েছেন ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এবং জেলা কৃষকদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এম. এ. হান্নান খান।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও "গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন" এর অংশ হিসেবে সম্প্রতি বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গত ১৫ ই অক্টোবর বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলা এ কর্মসূচিতে নগরীর ২০,২১,২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডে শতাধিক চারা গাছ রোপণ ও বিতরণ করা হয়।
কর্মসূচি পরিচালিত হয় কেওয়াটখালী ওয়াপদা মোড়,বাকৃবি শেষ মোড়,বয়ড়া ঈদগাহ মাঠ, সুতিয়াখালী বাজার ও সমাধানের মোড় এলাকায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ হোসেন,যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর দিনু,২১ নং ওয়ার্ডের সাইফুল ইসলাম বাবুল ও নওশের আহমেদ রবিন,২২ নং ওয়ার্ডের শাজাহান সাজু,আলম,সাইফুল,হামিদ, রুহুল ও শাহাদাত হোসেন।
এছাড়া ২৩ নং ওয়ার্ডের আহবায়ক দেলোয়ার হোসেন দুলাল,যুগ্ম-আহবায়ক মঈনুল হক সোহেল,আমির হোসেন লিটন,বাকৃবি'র সহকারী পরিচালক আলমগীর জলিল রিপন, এবং ২৪ নং ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।কর্মসূচিতে অংশ নেন ৯ নং ওয়ার্ড বিএনপি'র কামাল চৌধুরী সামছু এবং "গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন"-এর সদস্য রাফায়েত খান, আকিব,রুদ্র ইলহাম ও সালমানসহ আরও অনেকে।এ্যাডভোকেট হান্নান খান বলেন প্রতিটি নাগরিক যদি একটি করে গাছ রোপণ করে তা পরিচর্যা করে,তাহলে ময়মনসিংহই নয়-পুরো দেশ হবে সবুজ,শীতল ও প্রাণবন্ত বাংলাদেশ।
.png)
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫
মোঃ আমিনূর ইসলাম রাব্বি,ময়মনসিংহ।
গাছ কাটলে সর্বনাশ-বন্যা,খরা ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ে।তাই আমাদের সবারই উচিত বেশি বেশি বৃক্ষ রোপণ করা।বৃক্ষই পারে প্রকৃতিকে বাঁচাতে,তপ্ত বায়ুকে শীতল করতে। এমনই আহবা জানিয়েছেন ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এবং জেলা কৃষকদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এম. এ. হান্নান খান।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও "গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন" এর অংশ হিসেবে সম্প্রতি বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গত ১৫ ই অক্টোবর বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলা এ কর্মসূচিতে নগরীর ২০,২১,২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডে শতাধিক চারা গাছ রোপণ ও বিতরণ করা হয়।
কর্মসূচি পরিচালিত হয় কেওয়াটখালী ওয়াপদা মোড়,বাকৃবি শেষ মোড়,বয়ড়া ঈদগাহ মাঠ, সুতিয়াখালী বাজার ও সমাধানের মোড় এলাকায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ হোসেন,যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর দিনু,২১ নং ওয়ার্ডের সাইফুল ইসলাম বাবুল ও নওশের আহমেদ রবিন,২২ নং ওয়ার্ডের শাজাহান সাজু,আলম,সাইফুল,হামিদ, রুহুল ও শাহাদাত হোসেন।
এছাড়া ২৩ নং ওয়ার্ডের আহবায়ক দেলোয়ার হোসেন দুলাল,যুগ্ম-আহবায়ক মঈনুল হক সোহেল,আমির হোসেন লিটন,বাকৃবি'র সহকারী পরিচালক আলমগীর জলিল রিপন, এবং ২৪ নং ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।কর্মসূচিতে অংশ নেন ৯ নং ওয়ার্ড বিএনপি'র কামাল চৌধুরী সামছু এবং "গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন"-এর সদস্য রাফায়েত খান, আকিব,রুদ্র ইলহাম ও সালমানসহ আরও অনেকে।এ্যাডভোকেট হান্নান খান বলেন প্রতিটি নাগরিক যদি একটি করে গাছ রোপণ করে তা পরিচর্যা করে,তাহলে ময়মনসিংহই নয়-পুরো দেশ হবে সবুজ,শীতল ও প্রাণবন্ত বাংলাদেশ।
.png)
আপনার মতামত লিখুন