সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Daily Nasa News
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

কবরস্থান থেকে ১৬টি মানব কংকাল চুরি হওয়ার ঘটনায় এলাকায় আতংক

কবরস্থান থেকে ১৬টি মানব কংকাল চুরি হওয়ার ঘটনায় এলাকায় আতংক
কবরস্থান থেকে ১৬টি মানব কংকাল চুরি হওয়ার ঘটনায় এলাকায় আতংক

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপু উপজেলায় এক কবরস্থান থেকে ১৬টি মানব কংকাল চুরি হওয়ার ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।বেলতৈল ইউনিয়নের নয়নের কুঠি সাতবাড়িয়া গ্রামের এই কবরস্থানে গত সোমবার ২০ শে অক্টোবর অমাবস্যার রাতে চুরির ঘটনা ঘটে,যা দুই দিন পর গতকাল বুধবার ২২ শে অক্টোবর প্রকাশ্যে আসে।স্থানীয়দের অভিযোগ প্রায় এক থেকে দেড় বছর আগে যে কবরগুলো দেয়া হয়েছিল,সেগুলোর মধ্য থেকেই কংকাগুলো চুরি হয়েছে।

সকালে কবর পরিদর্শনে গিয়ে মুসল্লিগন ও স্বজনরা লক্ষ্য করেন,বেশ কয়েকটি কবর খোঁড়া এবং কংকালের অংশ অদৃশ্য।খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শত শত মানুষ কবরস্থানে ভিড় জমায়।কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার জানিয়েছেন চোরেরা মাথা থেকে কোমর পর্যন্ত কঙ্কাল নিয়ে গেছে এবং ঘটনাস্থলে তাদের ব্যবহৃত গেঞ্জি,ট্রাউজার ও খোঁড়ার সরঞ্জাম ফেলে গেছে। এই ঘটনার ফলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতংক সৃষ্টি হয়েছে।


তিনি আরও জানান গত মঙ্গলবার ভোরে বিষয়টি টের পাওয়ার পর স্থানীয়রা কবরগুলো পুনরায় মাটিচাপা দিয়েছে।তবে থানায় লিখিত অভিযোগ এখনও দায়ের করা হয়নি।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান অভিযোগ দাখিল হলে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।


 







আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫


কবরস্থান থেকে ১৬টি মানব কংকাল চুরি হওয়ার ঘটনায় এলাকায় আতংক

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপু উপজেলায় এক কবরস্থান থেকে ১৬টি মানব কংকাল চুরি হওয়ার ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।বেলতৈল ইউনিয়নের নয়নের কুঠি সাতবাড়িয়া গ্রামের এই কবরস্থানে গত সোমবার ২০ শে অক্টোবর অমাবস্যার রাতে চুরির ঘটনা ঘটে,যা দুই দিন পর গতকাল বুধবার ২২ শে অক্টোবর প্রকাশ্যে আসে।স্থানীয়দের অভিযোগ প্রায় এক থেকে দেড় বছর আগে যে কবরগুলো দেয়া হয়েছিল,সেগুলোর মধ্য থেকেই কংকাগুলো চুরি হয়েছে।

সকালে কবর পরিদর্শনে গিয়ে মুসল্লিগন ও স্বজনরা লক্ষ্য করেন,বেশ কয়েকটি কবর খোঁড়া এবং কংকালের অংশ অদৃশ্য।খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শত শত মানুষ কবরস্থানে ভিড় জমায়।কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার জানিয়েছেন চোরেরা মাথা থেকে কোমর পর্যন্ত কঙ্কাল নিয়ে গেছে এবং ঘটনাস্থলে তাদের ব্যবহৃত গেঞ্জি,ট্রাউজার ও খোঁড়ার সরঞ্জাম ফেলে গেছে। এই ঘটনার ফলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতংক সৃষ্টি হয়েছে।


তিনি আরও জানান গত মঙ্গলবার ভোরে বিষয়টি টের পাওয়ার পর স্থানীয়রা কবরগুলো পুনরায় মাটিচাপা দিয়েছে।তবে থানায় লিখিত অভিযোগ এখনও দায়ের করা হয়নি।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান অভিযোগ দাখিল হলে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।


 








Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত