সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Daily Nasa News
প্রকাশ : মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

লালমনিরহাটে গরু তাড়ানোকে কেন্দ্র করে বৃদ্ধের আঙুল ছিঁড়ে ফেলার অভিযোগ,গণ পিটিশন দাখিল

লালমনিরহাটে গরু তাড়ানোকে কেন্দ্র করে বৃদ্ধের আঙুল ছিঁড়ে ফেলার অভিযোগ,গণ পিটিশন দাখিল
লালমনিরহাটে গরু তাড়ানোকে কেন্দ্র করে বৃদ্ধের আঙুল ছিঁড়ে ফেলার অভিযোগ,গণ পিটিশন দাখিল

মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট।

গরু অন্যত্র তাড়িয়ে দেওয়া এবং তার প্রতিবাদ করায় এক বৃদ্ধের ওপর হামলা চালিয়ে আঙুল কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে লালমনিরহাট সদর থানার কাজীর চওড়ার এলাকার আব্দুল হামিদ(৬২) ও তার ছেলে আসাদ মিয়া (২৫) এর বিরুদ্ধে।ভুক্তভোগী বৃদ্ধ তার এজাহারে আরও উল্লেখ করেছেন,অভিযুক্ত ব্যক্তি প্রায় ৪০ বছর 

আগে বল্লম দিয়ে আঘাত করে তার বাবাকেও হত্যা করেছিল।এ ঘটনায় মোঃ সৈয়দ আলী চটক (৫৫) নামের ঐ বৃদ্ধ বাদী হয়ে গত ১১ ই সেপ্টেম্বর ইং তারিখে লালমনিরহাট সদর থানায় উল্লিখিত দুই ব্যক্তির নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় লালমনিরহাট সদর উপজেলার কাজীর চওড়া গ্রামের বাসিন্দা মোঃ সৈয়দ আলী চটক তার পালিত ৩টি গরু পড়ি বাঁধা অবস্থায় রেখেছিলেন।এজাহারে ১নং বিবাদী হিসেবে অভিযুক্ত মো. আঃ হামিদ (৬২) গরুগুলির দড়ি কেটে সেগুলোকে অন্যের জমিতে তাড়িয়ে দেন।এর ফলে অন্যের সাথে সৈয়দ আলী চটকের বিবাদ তৈরি হয়।

ভুক্তভোগী সৈয়দ আলী চটক মহেন্দ্রনগর থেকে নিজের বাড়িতে ফেরার পথে ঘটনাটি স্বচক্ষে দেখে ১নং বিবাদী মোঃ আঃ হামিদের আচরণের প্রতিবাদ করেন।প্রতিবাদ করার পরই হামলার সূত্রপাত হয়। এজাহার অনুযায়ী,আচমকা বিকাল ৫ টার সময় মোঃ আঃ হামিদ লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন।এ সময় ২ নং বিবাদী ও আব্দুল হামিদের ছেলে মোঃ আসাদ মিয়া (২৫)ঘটনাস্থলে এসে সৈয়দ আলী চটককে পিছন থেকে জাপটে ধরেন।তখনই ১নং বিবাদী আঃ হামিদ তার বাম হাতের শাহাদত আঙুলের উপরের অংশ কামড়াইয়া ছিঁড়িয়া ফেলেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সৈয়দ আলী চটককে উদ্ধার করেন ও সদর হাসপাতালে ভর্তি করেন। 

অভিযোগে উল্লিখিত স্বাক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত না হলে ভুক্তভোগী তার বাবার মতো খুন হতে পারতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।একই অভিযোগে বাদী সৈয়দ আলী গত ২১ সেপ্টেম্বর লালমনিরহাট পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবরে উক্ত এলাকার  ১১০ জন বাসিন্দা স্বাক্ষরিত একটি গণপিটিশন দাখিল করেন।এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।তদন্তকারী কর্মকর্তা বাদল কুমার (মন্ডল) জানান তদন্ত চলমান ও আসামী গ্রেফতাররে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।





বিষয় : অপরাধ লালমনিরহাট অভিযোগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫


লালমনিরহাটে গরু তাড়ানোকে কেন্দ্র করে বৃদ্ধের আঙুল ছিঁড়ে ফেলার অভিযোগ,গণ পিটিশন দাখিল

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৫

featured Image

মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট।

গরু অন্যত্র তাড়িয়ে দেওয়া এবং তার প্রতিবাদ করায় এক বৃদ্ধের ওপর হামলা চালিয়ে আঙুল কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে লালমনিরহাট সদর থানার কাজীর চওড়ার এলাকার আব্দুল হামিদ(৬২) ও তার ছেলে আসাদ মিয়া (২৫) এর বিরুদ্ধে।ভুক্তভোগী বৃদ্ধ তার এজাহারে আরও উল্লেখ করেছেন,অভিযুক্ত ব্যক্তি প্রায় ৪০ বছর 

আগে বল্লম দিয়ে আঘাত করে তার বাবাকেও হত্যা করেছিল।এ ঘটনায় মোঃ সৈয়দ আলী চটক (৫৫) নামের ঐ বৃদ্ধ বাদী হয়ে গত ১১ ই সেপ্টেম্বর ইং তারিখে লালমনিরহাট সদর থানায় উল্লিখিত দুই ব্যক্তির নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় লালমনিরহাট সদর উপজেলার কাজীর চওড়া গ্রামের বাসিন্দা মোঃ সৈয়দ আলী চটক তার পালিত ৩টি গরু পড়ি বাঁধা অবস্থায় রেখেছিলেন।এজাহারে ১নং বিবাদী হিসেবে অভিযুক্ত মো. আঃ হামিদ (৬২) গরুগুলির দড়ি কেটে সেগুলোকে অন্যের জমিতে তাড়িয়ে দেন।এর ফলে অন্যের সাথে সৈয়দ আলী চটকের বিবাদ তৈরি হয়।

ভুক্তভোগী সৈয়দ আলী চটক মহেন্দ্রনগর থেকে নিজের বাড়িতে ফেরার পথে ঘটনাটি স্বচক্ষে দেখে ১নং বিবাদী মোঃ আঃ হামিদের আচরণের প্রতিবাদ করেন।প্রতিবাদ করার পরই হামলার সূত্রপাত হয়। এজাহার অনুযায়ী,আচমকা বিকাল ৫ টার সময় মোঃ আঃ হামিদ লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন।এ সময় ২ নং বিবাদী ও আব্দুল হামিদের ছেলে মোঃ আসাদ মিয়া (২৫)ঘটনাস্থলে এসে সৈয়দ আলী চটককে পিছন থেকে জাপটে ধরেন।তখনই ১নং বিবাদী আঃ হামিদ তার বাম হাতের শাহাদত আঙুলের উপরের অংশ কামড়াইয়া ছিঁড়িয়া ফেলেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সৈয়দ আলী চটককে উদ্ধার করেন ও সদর হাসপাতালে ভর্তি করেন। 

অভিযোগে উল্লিখিত স্বাক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত না হলে ভুক্তভোগী তার বাবার মতো খুন হতে পারতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।একই অভিযোগে বাদী সৈয়দ আলী গত ২১ সেপ্টেম্বর লালমনিরহাট পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবরে উক্ত এলাকার  ১১০ জন বাসিন্দা স্বাক্ষরিত একটি গণপিটিশন দাখিল করেন।এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।তদন্তকারী কর্মকর্তা বাদল কুমার (মন্ডল) জানান তদন্ত চলমান ও আসামী গ্রেফতাররে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।






Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত