সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Daily Nasa News
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

তিস্তার ন্যায্য পানি ও মহাপরিকল্পনার দাবিতে লালমনিরহাটে তরুণ প্রজন্মের 'ফ্ল্যাশমব'

 তিস্তার ন্যায্য পানি ও মহাপরিকল্পনার দাবিতে লালমনিরহাটে তরুণ প্রজন্মের 'ফ্ল্যাশমব'
তিস্তার ন্যায্য পানি ও মহাপরিকল্পনার দাবিতে লালমনিরহাটে তরুণ প্রজন্মের 'ফ্ল্যাশমব'

মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট। 

তিস্তা নদীর ন্যায্য জলবণ্টন এবং বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তরুণ প্রজন্ম এক বিশাল সংহতিমূলক কর্মসূচি পালন করেছে।'জেন-জি লালমনিরহাট'-এর আয়োজনে দিনব্যাপী জেলার তিনটি স্পটে এই ব্যতিক্রমী 'ফ্ল্যাশমব' অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রতীকী পরিবেশনার মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের বছরের পর বছরের দুর্ভোগ তুলে ধরা হয়।

এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।তরুণ-তরুণী,ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্দোলনকে জোরদার করেছে।

কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের গড়িমসির তীব্র সমালোচনা করেন।তিনি বলেন "এই মহাপরিকল্পনা নিয়ে যারা বিপক্ষে অবস্থান নিবে তারা জাতির শত্রু,তিস্তা পাড়ের শত্রু"।তিনি আন্দোলনটিকে সামাজিক আন্দোলন হিসেবে উল্লেখ করে বলেন "রংপুর বিভাগের প্রায় দুই কোটি মানুষ তিস্তা ব্যবস্থাপনার মধ্যে ফিরিয়ে আনতে একীভূত হয়েছে। সরকারের উচিত অল্প সময়ের মধ্যে কাজ শুরু করে এই এলাকার মানুষের দীর্ঘদিনের আকাংখা বাস্তবায়ন করা"।তরুণ প্রজন্মের এই উৎসাহ তিস্তার অধিকার আদায়ের আন্দোলনে এক নতুন গতি এনে দিয়েছে।



বিষয় : রংপুর লালমনিরহাট সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫


তিস্তার ন্যায্য পানি ও মহাপরিকল্পনার দাবিতে লালমনিরহাটে তরুণ প্রজন্মের 'ফ্ল্যাশমব'

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৫

featured Image

মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট। 

তিস্তা নদীর ন্যায্য জলবণ্টন এবং বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তরুণ প্রজন্ম এক বিশাল সংহতিমূলক কর্মসূচি পালন করেছে।'জেন-জি লালমনিরহাট'-এর আয়োজনে দিনব্যাপী জেলার তিনটি স্পটে এই ব্যতিক্রমী 'ফ্ল্যাশমব' অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রতীকী পরিবেশনার মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের বছরের পর বছরের দুর্ভোগ তুলে ধরা হয়।

এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।তরুণ-তরুণী,ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্দোলনকে জোরদার করেছে।

কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের গড়িমসির তীব্র সমালোচনা করেন।তিনি বলেন "এই মহাপরিকল্পনা নিয়ে যারা বিপক্ষে অবস্থান নিবে তারা জাতির শত্রু,তিস্তা পাড়ের শত্রু"।তিনি আন্দোলনটিকে সামাজিক আন্দোলন হিসেবে উল্লেখ করে বলেন "রংপুর বিভাগের প্রায় দুই কোটি মানুষ তিস্তা ব্যবস্থাপনার মধ্যে ফিরিয়ে আনতে একীভূত হয়েছে। সরকারের উচিত অল্প সময়ের মধ্যে কাজ শুরু করে এই এলাকার মানুষের দীর্ঘদিনের আকাংখা বাস্তবায়ন করা"।তরুণ প্রজন্মের এই উৎসাহ তিস্তার অধিকার আদায়ের আন্দোলনে এক নতুন গতি এনে দিয়েছে।




Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত