প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫
দল মত ধর্ম নির্বিশেষে ইসলামের পক্ষে এবার হাত পাখার গণজোয়ার উঠবেঃ শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন
||
ইমতিয়াজ উদ্দিন মাসুদ,চাঁদপুর। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন।আজ শনিবার ২০ শে সেপ্টেম্বর বিকেলে তিনি চাঁদপুর শহরের ১৩ নং ওয়ার্ড ওয়ারলেস বাজার, বরকন্দাজ বাড়ি সড়ক, মৃধাবাড়ি সড়ক ও মুন্সিবাড়ি সড়কসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।গণসংযোগের পূর্বে তিনি ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ১৩ নং ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন।মত-বিনিময় ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, এবার দেশের মানুষ নিজেদের নিরাপত্তা ও শান্তির জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামের পক্ষে এবার হাত পাখার গণজোয়ার উঠাবে। দেশের মানুষ বিগত ৫৪ বছর যাবত শাসক গোষ্ঠীর মাধ্যমে নিষ্পেষিত হচ্ছে।অতএব এবং শাসক আর দেশের মানুষ দেখতে চায় না।পাড়ায় মহল্লায় গিয়ে আমরা মানুষের যে ইচ্ছার দেখছি,তাতে স্পষ্ট বুঝা যায় দেশের মানুষ ইসলামী নেতৃত্বকেই বেছে নেবে।বিগত এক বছরে মানুষ দেখেছে তারা দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারবে। নতুন করে কোন ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের মানুষ ভোট দিবে না। তিনি বলেন ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক।যাতে দেশের প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়।মত-বিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পৌর শাখার আহবায়ক মাওলানা ইকবাল হোসাইন,ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোঃ আবুল বাশার তালুকদার, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন,ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর পৌর শাখার সেক্রেটারী মুহাম্মাদ শরীফ হোসেন মৃধা, পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহার, সদর উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী মাওলানা আলামিন,পৌর ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ মিজানুর রহমান, ১৩নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ আলী আক্কাস খান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমসহ ওয়ার্ড ও মহল্লা কমিটির দায়িত্বশীলবৃন্দ।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত