প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৫
কালিতলা মাঠে অপরাধ দমনে টহল ঘর ও সোলার স্ট্রিট লাইট স্থাপন
||
মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা মাঠে অপরাধ দমনে নির্মিত হলো পাহাড়া ও টহল ঘর।উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত তহবিলের অর্থায়নে গতকাল শুক্রবার ২৬ শে সেপ্টেম্বর এ ঘরটি উদ্বোধন করা হয়।দীর্ঘদিন ধরে কালিতলা মাঠটি অপরাধ প্রবণ এলাকা হিসেবে কুখ্যাত ছিল।প্রায় দুই কিলোমিটার জুড়ে কোনো বসতবাড়ি না থাকায় সন্ধ্যার পর থেকেই মাঠটি নির্জন ও অন্ধকারে ঢেকে যেত।সুযোগটি কাজে লাগিয়ে সংঘটিত হতো চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ।স্থানীয় জনগণ বারবার প্রশাসনের কাছে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন।এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন এলাকাবাসীর দাবির প্রতি সাড়া দিয়ে মাঠে টহল ঘর নির্মাণের উদ্যোগ নেয়।ফলে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণও নিরাপত্তা পাহারায় অংশ নিতে পারবেন। একই সঙ্গে মাঠের অপরাধপ্রবণ স্থানগুলোতে এবং টহল ঘরের সামনে স্থাপন করা হয়েছে তিনটি নতুন সোলার স্ট্রিট লাইট।এলাকাবাসীর মতে এ উদ্যোগ ইতোমধ্যেই কার্যকর ভূমিকা রেখেছে। গত প্রায় তিন মাসে কালিতলা মাঠে নতুন কোনো অপরাধ সংঘটিত হয়নি।স্থানীয়দের কাছে এটি আশার সঞ্চার করেছে এবং এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে এসেছে।ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে মাঠে আরও ২-৩টি সোলার স্ট্রিট লাইট এবং বেশ কয়েকটি বৈদ্যুতিক স্ট্রিট লাইট স্থাপন করা হবে। এতে নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম,মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম,ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফার রহমান এবং সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব লিংকন।স্থানীয়দের আশা প্রশাসনের এই উদ্যোগ টেকসইভাবে বাস্তবায়িত হলে কালিতলা মাঠ শুধু অপরাধমুক্তই হবে না, বরং একটি নিরাপদ ও জনবান্ধব স্থানে পরিণত হবে।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত