প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫
কোটালীপাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপিত
||
মোঃ শাহ আলম মিয়া,করেসপন্ডেন্ট,কোটালীপাড়া,গোপালগঞ্জ। “সমন্নিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১ টায় এক বর্নাঢ্য র্যা লী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, প্রকৌশলী শফিউল আজম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার উদ্দিন,যুব উন্নয়ন কর্মকর্তা শাজাহান মোল্লা,বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল,ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার সিরাজুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,ফায়ার সার্ভিস,গ্রাম পুলিশ ও নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।সব শেষে ভুমিকম্প ও অগ্নি নির্বাপনের নানান কলাকৌশল জন সম্মুখে প্রদর্শন করেন ফায়ার সার্ভিস কর্মী বৃন্দ।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত