প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৫
লালমনিরহাটে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস
||
মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট। "সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্যে লালমনিরহাটে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।জেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার।এ সময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা সমবায় কর্মকর্তা ফজলে এলাহী ও লালমনিরহাট কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুস সালাম বকুল প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়-বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই।বক্তারা সমবায় ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে টেকসই উন্নয়ন ও ন্যায়-ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গঠনের আহ্বান জানান।আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ী নাসির উদ্দিন ও শ্রেষ্ঠ সমবায় সমিতি 'চেতনা' ব্যবসায়ী সমবায় সমিতি কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত