প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫
রংপুরে সাংবাদিক মানিক মিয়ার উপর হামলা,থানায় সাধারণ ডায়েরি
||
মোঃ মানিক মিয়া,বিশেষ করেসপন্ডেন্ট।রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন হাসনা বাজার এলাকায় স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ মানিক মিয়া (৩৪) হাজীরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৪০৬, তারিখ-১১ ই নভেম্বর ২০২৫ ইং) করেছেন।জিডি সূত্রে জানা যায় সাংবাদিক মানিক মিয়া “নিউজ টিভি ৬৪”-এর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত।তিনি অভিযোগ করেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোঃ নজরুল ইসলাম (৩৮),পিতা-মৃত ছপি উল্লাহ, দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকান্ডে জড়িত।তার এসব কর্মকান্ড নিয়ে সাংবাদিক মানিক মিয়া একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এর জেরে অভিযুক্ত ব্যক্তি তার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন।গত ১০ ই নভেম্বর রাত সাড়ে ১০টা ২০ মিনিটে, উত্তম হাসনা বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে,পেশাগত কাজে অবস্থান করার সময় অভিযুক্ত নজরুল ইসলাম এসে সাংবাদিক মানিক মিয়াকে অশালীন ভাষায় গালাগাল করেন এবং এলোপাতাড়ি কিলঘুষি মারেন।পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন।ঘটনাস্থল ত্যাগের সময় অভিযুক্ত ব্যক্তি সাংবাদিককে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে হাজীরহাট থানার অফিসার ইনচার্জ জানান “ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে।তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে"।
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত