সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Daily Nasa News

উখিয়ায় বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি দোকান ও ২টি ঘর ভস্মীভূত,এক ব্যবসায়ীর মৃত্যু

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ। কক্সবাজারের উখিয়া সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি দোকান ও ২টি ঘর পুড়ে গেছে।এ ঘটনায় মোহাম্মদ আলী (৫৭) নামের এক ব্যবসায়ী মারা গেছেন।ফায়ার সার্ভিসের ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।গতকাল সোমবার ১০ ই নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে কাঁচা বাজার সড়কের একটি লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।উখিয়া ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসসহ রামু,কক্সবাজার ও টেকনাফের মোট ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সার্ভিসের এক সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।ফায়ার সার্ভিস জানায় প্রাথমিকভাবে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তে যাচাই করা হবে।ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।নিহত ব্যবসায়ীর পরিবারকে আর্থিক সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে।

 উখিয়ায় বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি দোকান ও ২টি ঘর ভস্মীভূত,এক ব্যবসায়ীর মৃত্যু