মিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা,সভাপতি আমিরুজ্জামান আমির,সাধারন সম্পাদক এসএম জহিরুল ইসলাম
স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ। রাজধানী মিরপুর প্রেসক্লাবের নতুন কার্য-নির্বাহী কমিটি গঠিত হয়েছে।গত রবিবার ১৬ ই নভেম্বর ২০২৫ইং তারিখে প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্ব-সম্মতিতে এই কমিটি গঠন করা হয়।নব-গঠিত কমিটি ঘোষণা করেন মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মাদ মিজানুর রহমান মোল্লা ও সাথে উপস্থিত ছিলেন উপদেষ্টা তালুকদার রুমী।সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের আলোর সম্পাদক আমিরুজ্জামান আমির এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজকের সমাচারের সম্পাদক এসএম জহিরুল ইসলাম।কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ-মোঃ জাকির হোসেন মোল্লা (সিনিয়র সহ-সভাপতি,দৈনিক খবর বাংলাদেশ),সহ-সভাপতিঃ- মারুফ হায়দার (দৈনিক নতুন সময়),সেলিম রায়হান (দৈনিক খবর),এইচএম জামাল উদ্দিন (দি ডেইলি নিউজ স্টার) ও আজিজুল হাকিম (দৈনিক ইনকিলাব),যুগ্ম-সাধারণ সম্পাদকঃ মোঃ আসাদুজ্জামান আসাদ (দৈনিক ভোরের চেতনা), কাজী ওবায়দুর রহমান (দৈনিক বাংলাদেশ),মীর আলাউদ্দিন (দিক দর্শন),মোঃ মুসা মিয়া (আনন্দ টিভি), মোঃ মনির হোসেন (জনতার বাংলা),সহ-সাধারণ সম্পাদকঃ মোঃ হেদায়েতউল ইসলাম নাসিম (বিডি আপডেট নিউজ ২৪ ডট কম),সাংগঠনিক সম্পাদকঃ মোঃ জাকির হোসেন শান্ত (দৈনিক জনজাগরণ),সহ-সাংগঠনিক সম্পাদকঃ মোঃ আলী মুবিন (আমাদের কন্ঠ),কোষাধ্যক্ষঃ মোঃ রেজাউল করিম (অপরাধ সুত্র),দপ্তর সম্পাদকঃ আব্দুল করিম রনি (জাগো কন্ঠ ডট কম),প্রচার সম্পাদকঃ কৌশিক আহমেদ (মুভি বাংলা টিভি),সহ-প্রচার সম্পাদকঃ মোঃ মোশারফ হোসেন মনা (দৈনিক বিজনেস ফাইল),সমাজ কল্যাণ বিষায়ক সম্পাদকঃ মোঃ মসিউর রহমান সুমন (দৈনিক পাঞ্জেরী) ক্রীড়া বিষায়ক সম্পাদকঃ কাজী শরিফ নেওয়াজ লালন (আজকের সমাচার),সাংস্কৃতিক সম্পাদকঃ ভুইয়া কামরুল ইসলাম সোহাগ (প্রতিদিনের খবর ২৪),ধর্ম বিষায়ক সম্পাদকঃ হাজী মোঃ হানজালা এবং নির্বাহী সদস্যঃ-(১) মোঃ মাজেদুল ইসলাম সবুজ (চ্যানেল ৭১ টিভি),নির্বাহী সদস্য-(২) মোঃ জুয়েল হোসেন (আনন্দ টিভি),মোঃ আসাদুজ্জামান নুর (এশিয়ান টিভি),মোঃ মিজানুর রহমান (আজকের সমাচার),মোঃ মাহাবুব আলম (দৈনিক নতুন সময়),যুবরাজ খান সবুজ (দৈনিক নতুন সময়), মোঃ মোখলেচুর রহমান শহিদ (বাংলা এ্যাফেয়ার্স), নুর হোসাইন (দৈনিক ঢাকা প্রতিদিন),মোঃ রানা (চ্যানেল মুসকান),মোঃ সুমন খান (সংবাদ দিগন্ত) শরীফুল ইসলাম নাসা (দৈনিক নাসা নিউজ) ও মোঃ সোহান (দৈনিক পাঞ্জেরী) মোট ৩৫ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয় এবং পরবর্তিতে নতুন সদস্য নিয়োগের সিদ্ধান্তও হয়।গত ৯ ঈ নভেম্বর মিরপুর-১,চিড়িয়াখানা রোডে শহীদ নিউটন কমিউনিটি সেন্টারে মিরপুর প্রেসক্লাবের কাউন্সিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ঢাকা-১৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা-১৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও মায়ের ডাকের সংগঠক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলিসহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া মিরপুরে কর্মরত দুই শতাধিক সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।