সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Daily Nasa News

৩০০ আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছেঃ গোলাম পরওয়ার

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।  আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।আজ শুক্রবার ৩ রা অক্টোবর খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী (১৯৭৭–২০২৫ ইং) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।"সম্প্রীতির টানে শিকড়ের পানে" স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক গোলাম পরওয়ার আবেগঘন স্মৃতিচারণ করেন।তিনি খুলনার শিবির নেতা আমিনুল ইসলাম বিমান,মুন্সী আব্দুল হালিম,আমানুল্লাহ আমান,রহমত আলী,আবুল কাশেম পাঠান ও সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের নাম উল্লেখ করে বলেন তাদের ত্যাগ ও অবদান আমাদের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়।খুলনা মহানগর ছাত্র শিবির সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে ও সেক্রেটারি রাকিব হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ,মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান,খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন,মহানগর নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান,মহানগর সেক্রেটারি অ্যাডঃ শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সাবেক সভাপতি ও সেক্রেটারিবৃন্দ,বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী নেতৃবৃন্দ।অন্যান্যের মধ্যে নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুসহ জামাই ও শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

৩০০ আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছেঃ গোলাম পরওয়ার