মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট। সাহসী যৌবনে সুন্দর আগামী এই শ্লোগানে বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে শহরের মিশন গোল চত্বরে খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার,বিচার ও ধর্ষণবিরোধী আন্দোলনরত আদিবাসীদের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ শে সেপ্টেম্বর সোমবার বিকাল ৫ ঘটিকায় বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির আহবায়ক গোপাল চন্দ্র রায়।এতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সভাপতি এ্যাডঃ ময়েজুল ইসলাম ময়েজ,সাধারণ সম্পাদক এ্যাডঃ মধুসূদন রায়,সদর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক নবিন্দ্র নাথ,কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির প্রমুখ।সঞ্চালনা করেন বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির যুগ্ম-আহবায়ক নিরঞ্জন রায়।