সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Daily Nasa News

নতুন ক্ষেপণাস্ত্র "পোসেইডন" এর সফল পরীক্ষা চালালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক নাসা নিউজ।   পারমাণবিক শক্তিচালিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এবার পারমাণবিক শক্তি চালিত সুপার টর্পেডো "পোসেইডন" এর সফল পরীক্ষা করেছে রাশিয়া।গতকাল গতকাল বুধবার ২৯ শে অক্টোবর যুদ্ধাহত সৈন্যদের সাথে কথা বলার সময় মস্কোর একটি হাসপাতালে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানান।পুতিন জানিয়েছেন গত মঙ্গলবার পরীক্ষাটি করা হয়েছে।তার দাবী পোসেইডনের শক্তি সারমাট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে ছাড়িয়ে গেছে।প্রসঙ্গত পুতিন গত সপ্তাহেও একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া করান।

নতুন ক্ষেপণাস্ত্র